Breaking News
Home | বাংলাদেশ | ‘৭১ টিভি কিভাবে এমন ভুয়া নিউজ করতে পারে?’

‘৭১ টিভি কিভাবে এমন ভুয়া নিউজ করতে পারে?’

মধ্যরাতে হঠাৎ ফেসবুকে দেখা গেল, এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে কেউ কেউ দুঃখপ্রকাশ করছেন। অল্পসময়ের মাঝেই বর্ষিয়ান এই অভিনেতার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সবচেয়ে বিব্রতকর ঘটনাটি হলো- ফেসবুকের এই গুঞ্জনের ওপর ভিত্তি করেই তাৎক্ষণিকভাবে একাত্তর টেলিভিশনের নিউজ স্ক্রলে দেখানো হয় ‘শক্তিমান অভিনেতা এটি এম শামসুজ্জামান আর নেই।’ কিন্তু কিভাবে মারে গেছেন? কি হয়েছিল কেউ কিছু বলতে পারলো না?
হঠাৎ ফেসবুক আবির্ভুত হলেন মরহুম’ এটিএম শামসুজ্জামান। তিনি বললেন, নিজের কানে নিজের মৃত্যুর সংবাদ শুনে ফেসবুক লাইভে এসেছেন এটা জানাতে যে, তিনি বেঁচে আছেন।

সোমবার দিনগত রাতে এক প্রতিবেশীর ফেসবুক লাইভে এসেছিলেন এটিএম শামসুজ্জামান। ভালো আছেন তিনি। এর আগেও সাত-আট বার তার মৃত্যু গুজব ছড়িয়েছে। তাই রাগ করেই তিনি বলছিলেন, ‘এসব করে তো লাভ নাই। যারা মৃত্যুর গুজব ছড়িয়েছে তারা গাঁজা, ইয়াবা খায় মনে হয়। যেদিন মারা যাবো সেইদিন তো আর কেউ বাঁচিয়ে রাখতে পারবে না।’

এটিএম শামসুজ্জামান ৭১ টিভি চ্যানেলটির সমালোচনা করে বলেন, ‘এমন একটি খবর নিশ্চিত না হয়ে কেমন করে তারা প্রচার করে। আমার বাসার ফোন নম্বরে একটি কল দিলেই তো হতো।’
এর আগে গত এপ্রিলেও একবার মৃত্যুর গুজব ওঠে এই অভিনেতার।
সত্তর ও আশির দশকের জনপ্রিয় খলনায়ক এটিএম শামসুজ্জামানকে বর্তমানে মাঝেমধ্যে টিভিনাটকে অভিনয় করতে দেখা যায়।

About admin

Check Also

আবাসিক হোটেলে প্রেমিকের মাথা থেকে দেহ বিচ্ছিন্ন লাশ, ‘প্রেমিকা’ আটক

চট্টগ্রাম নগরীর খুলশী থানার ফয়’স লেকের লেকভিউ আবাসিক হোটেলে মাঈনুদ্দিন ওরফে শাহরিয়ার শুভ (২৯) নামের …