Home | জাতীয় | ‘প্রবাসী ভাইয়েরা গুজবে কান দেবেন না’

‘প্রবাসী ভাইয়েরা গুজবে কান দেবেন না’

প্রবাসীদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, প্রবাসী ভাইয়েরা গুজবে কান দেবেন না। এই বাজেটে প্রবাসীদের পাঠানো অর্থের ওপর কোন ভ্যাট বা ট্যাক্স আরোপ করা হয়নি। এরকম কোন আলোচনা কোথাও হয়নি।

বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে এমনটাই জানিয়েছন তিনি।

সেখানে তিনি জানান, পরিকল্পিতভাবে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এটা অবৈধ পথে যারা প্রবাসীদের আয় পাঠানোর ব্যবসা করেন তাদের কাজ হতে পারে, আর সেই সাথে সরকারবিরোধীরা তো রয়েছেই।

প্রবাসীদের মাঝে এই বার্তাটা ছড়িয়ে দেয়ারও অনুরোধ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অপর এক স্ট্যাটাসে কানাডার অন্টারিওতে প্রভিন্সিয়াল পার্লামেন্টের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় প্রথম বাংলাদেশী বিজয়ী ডলি বেগমকে অভিনন্দন জানান তিনি।

About admin

Check Also

বিশ্বকাপে এবার ওলোট পালট ফল দেখছি: প্রধানমন্ত্রী

রাশিয়া বিশ্বকাপের খেলাগুলো দেখছেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি খেলা দেখছি, এবার ফুটবলে ওলোট-পালট …