Breaking News
Home | রাজনীতি | খালেদার ভালো চাইলে মওদুদকে পাল্টান: নাসিম

খালেদার ভালো চাইলে মওদুদকে পাল্টান: নাসিম

সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদকে আইনজীবী রাখলে খালেদা জিয়ার কারামুক্তি আরও দীর্ঘায়িত হলে বলে বিএনপিকে সতর্ক করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।

তিনি বলেছেন, “মওদুদ সাহেবের মতো মতলববাজ আইনজীবী প্রত্যাহার করুন, নতুন আইনজীবী নেন। এইরকম আইনজীবী থাকলে জেলে থাকার সময় দীর্ঘ হবে।”

সোহরাওয়ার্দী উদ্যানে সাতোই মার্চের জনসভার প্রস্তুতি উপলক্ষে মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণের এক সভায় একথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম।

দুর্নীতির মামলায় ৫ বছর কারাদণ্ডের সাজা নিয়ে প্রায় এক মাস ধরে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে জামিন চেয়েছেন তিনি। নিম্ন আদালত থেকে মামলার নথি তলব করে হাই কোর্ট বলেছে, তা দেখার পর জামিনের বিষয়ে আদেশ দেওয়া হবে।

খালেদা জিয়ার কারামুক্তি সরকার আটকে রেখেছে বলে বিএনপি নেতাদের অভিযোগের পাল্টায় দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদকে দুষলেন নাসিম।

তিনি বলেন, “জেল আরামের জায়গা না। খালেদা জিয়ার মতো একজন বয়স্ক মানুষ জেলে থাকুক, এটা আমরা চাই না। আমরা চাই, আইনি প্রক্রিয়ায় তিনি বেরিয়ে আসুক।”

বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, “গত নির্বাচনে আপনারা আসেননি বলে আমরা ফাঁকা মাঠে গোল দিয়েছি। ফাঁকা মাঠে গোল দিতে কার ভাল লাগে বলেন? তাই আগামী নির্বাচনে আসুন, দেখবেন গোলটা আমরাই দেব।”

লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলা প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, “কে জানত, উনার মাথার পাশেই একজন ঘাতক আছে। এরকম অবস্থায় সিকিউরিটির কী বা করার থাকে।

“আসলে ঘাতক এভাবেই কাছে থাকে। আমাদের মধ্যেও ঘাতক রয়েছে, ষড়যন্ত্রকারী রয়েছে। আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে।”

About admin

Check Also

নেতাকর্মীদের আচরণে বিরক্ত হয়ে কাদের বললেন ‘ক্যাডারদের থামান, নইলে নম্বর কাটা’

ঢাকা মহানগরে নির্বাচনী গণসংযোগের সপ্তম এবং শেষ দিনে আজ রোববার উত্তরার আজমপুরে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছে আওয়ামী লীগ। নির্বাচনে ভোট চাওয়ার মতো করেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর বক্তব্য শুরু করেন। বক্তব্যের শুরুতে তিনি সবাইকে সালাম দিয়ে বলেন, ‘কেমন আছেন মুরুব্বিরা? ভাইয়েরা কেমন আছেন? তরুণ ভাইয়েরা কেমন আছ? চারদিকে কী? নৌকার