Breaking News
Home | সারাদেশ | চাঁদ দেখা গেছে, সৌদিসহ অন্যান্য দেশে ঈদ শুক্রবার

চাঁদ দেখা গেছে, সৌদিসহ অন্যান্য দেশে ঈদ শুক্রবার

সৌদি আরবে বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। একই সঙ্গে আরবের ছাড়াও বিভিন্ন দেশে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর: আলআরাবিয়্যা, খালিজ টাইমস।

এর আগেই অবশ্য সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর চাঁদ দেখার কথা জানায়।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের জেবেল হাফিত, আল আইনে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের বরাতে তারা এ ঘোষণা দিয়েছে।

তবে চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয় সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি। তারা বাদ মাগরিব বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত দেয়।

পূর্ব ঘোষণা মতে, আরব দেশগুলোর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ঈদ উপলক্ষে ১৭ জুন পর্যন্ত বন্ধ থাকবে। অন্যদিকে, শুক্রবার ঈদ হলে সেখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে শুক্র ও শনিবার।

About admin

Check Also

সেই ডিআইজি মিজান সাময়িক বরখাস্ত

নারী কেলেঙ্কারি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাময়িক বহিষ্কার হয়েছেন পুলিশের ডিআইজি মিজানুর রহমান। আজ মঙ্গলবার …